Date: September 30, 2023

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / আউট সোর্সিংয়ের নামে নিয়োগ গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ

আউট সোর্সিংয়ের নামে নিয়োগ গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ

September 13, 2023 10:10:31 AM   ডেস্ক রিপোর্ট
আউট সোর্সিংয়ের নামে নিয়োগ গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউট সোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) পদ্ধতিতে নিয়োগের নামে একটি গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্য কমাতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোটা লেখা থাকলেও প্রয়োগের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি আছে। কোটা পদ্ধতি রহিতের নামে সরকারি, বে-সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে আউট সোর্সিং, মাস্টার রোল, চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নানা শিরোনামে একটি বিশেষ গোষ্ঠী নিয়োগ বাণিজ্য চালাচ্ছে; যা সংবিধান বিরোধী ও বে-আইনি।

মেহেদী হাসান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ৮০ শতাংশ আঞ্চলিক তথা জেলা কোটা এবং ২০ শতাংশ মেধা/সাধারণ কোটা ছিল। সেই কোটা বাস্তবায়নসহ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন মতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে কোনো একটি কোটায় প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রাধিকারভুক্ত কোটার প্রার্থী দিয়ে কোটা পূরণসহ সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আহ্বানও জানাচ্ছি।

দাবি আদায়ে ঢাকাসহ দেশের সব জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সেপ্টেম্বর ও অক্টোবরে এসব কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।