Date: February 06, 2023

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

December 17, 2022 02:57:32 AM   নিজস্ব প্রতিবেদক
চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

বেলাল হোসাইন তাওসান:
নোয়াখালী জেলার সোনাইমুড়ির চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পৃষ্ঠপোষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর এই অনুষ্ঠান উদযাপিত হয়। নানা আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির বীর সন্তানদের।


গতকাল সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে একে একে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিবেশনা উপস্থাপন করে। কবিতা আবৃতি, ছড়া, দেশাত্মবোধক গান, নৃত্য, নাটিকা প্রদর্শনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরে তারা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাঁদের পরিবারের সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে সামনের দিনগুলোতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা রয়েছে এ স্কুলিটির।