Date: September 16, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ; মিরাজুলের নৈপুণ্যে মুগ্ধ ফুটবলপ্রেমীরা

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ; মিরাজুলের নৈপুণ্যে মুগ্ধ ফুটবলপ্রেমীরা

August 28, 2024 11:15:41 AM   ক্রীড়া ডেস্ক
নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ; মিরাজুলের নৈপুণ্যে মুগ্ধ ফুটবলপ্রেমীরা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা স্বাদ বাংলাদেশের। এর আগে এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও মারুফুল হকের দল এই প্রথম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করল।  

ফাইনালের   জয়ে   মধুর   প্রতিশোধও   নেওয়া   হলো   বাংলাদেশের।  শ্রীলঙ্কাকে   -    গোলে   হারিয়ে   গ্রুপপর্ব   শুরুর   পর   নেপালের   বিপক্ষে   - ১ গোলের   ব্যবধানে   হেরে   গ্রুপ   রানার্সআপ   হয়েছিল   তারা।

২০২২   সালে   অনূর্ধ্ব - ২০   ক্যাটগরির   আসরে   ভারতের   বিপক্ষে   হেরে   রানার্সআপ   হয়েছিল   বাংলাদেশ।   এবার   সেমি - ফাইনালে   তাদেরকে   টাইব্রেকারে   -    গোলে   হারিয়ে   ফাইনালের   মঞ্চে   উঠে   আসে   বাড়তি   আত্মবিশ্বাস   নিয়ে।

শুরুতে   আক্রমণ পাল্টা   আক্রমণে   জমে   ওঠে   ম্যাচ কিন্তু   সময়   গড়ানোর   সাথে   সাথে   আধিপত্য   বাড়তে   থাকে   নেপালের।   অষ্টম   মিনিটে   প্রথম   কঠিন   পরীক্ষার   মুখে   পড়েন   সেমি - ফাইনালে   টাইব্রেকারে   ভারতের   বিপক্ষে   দুটি   সেভ   করা   গোলরক্ষক   আসিফ   হোসেন।

বক্সের   বেশ   খানিকটা   দূর   থেকে   নিরাজন   ধামীর   দুরপাল্লার   শট   অনেকটা   লাফিয়ে   আঙুলের   টোকায়   ক্রসবারের   উপর   দিয়ে   বের   করে   দেন   আসিফ।

ষোড়শ   মিনিটে   সতীর্থের   থ্রু   পাস   অফসাইডের   ফাঁদ   ভেঙে   ধরে   বক্সে   ঢুকে   পড়েছিলেন   সমীর   তামাং তবে   রাজীব   হোসেন   ছুটে   গিয়ে   দারুণভাবে   ক্লিয়ার   করেন।   গোলরক্ষককে   একা   পেয়েও   শট   নিতে   পারেননি   সমীর।

৩০তম   মিনিটে   নিরাজনের   শট   অল্পের   জন্য   পোস্টের   বাইরে   দিয়ে   যায়।   ভুল   পাসে   নেপালের   এই   ফরোয়ার্ডের   পায়ে   বল   তুলে   দিয়েছিলেন   এক   ডিফেন্ডার।

প্রথমার্ধের   শেষ   দিকে   মিরাজুলের   ওই   দৃষ্টিনন্দন   গোলে   বদলে   যায়   ম্যাচের   দৃশ্যপট|বক্সের   একটু   ওপরে   ফাউলের   শিকার   হন   এই   ফরোয়ার্ড ফ্রি   কিক   পায়   বাংলাদেশ।   মিরাজুলের   বুলেট   গতির   শট   ঝাঁপিয়ে   পড়া   জয়রথ   শিখের   গ্লাভস   ফাঁকি   দিয়ে   পোস্টের   ভেতরের   দিকে   লেগে   জালে   লুটোপুটি   খায়। এগিয়ে   যাওয়ার   আনন্দ   নিয়ে   বিরতিতে   যায়   বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে   উজ্জীবিত   ফুটবল   খেলতে   থাকে   বাংলাদেশ।   ৫৫তম   মিনিটে   মিলে   যায়   ব্যবধান   দ্বিগুণ   করা   গোল।   আসাদুল   ইসলাম   সাকিবের   লং   পাসে   দূরের   পোস্টে   থাকা   আসাদুল   মোল্লার   হেড   পাস   থেকে   হেডেই   লক্ষ্যভেদ   করেন   মিরাজুল।   ম্যাচের   ভাগ্য   হেলে   পড়ে   বাংলাদেশের   দিকে।

৭০তম   মিনিটের   গোলে   বাংলাদেশের   জয়   অনেকটাই   নিশ্চিত   হয়ে   যায়।   বক্সের   ভেতর   থেকে   মিরাজুলের   ছোট   পাস   ধরে   জায়গা   বানিয়ে   ডান   পায়ের   বাঁকানো   শটে   লক্ষ্যভেদ   করেন   রাব্বী   হোসেন   রাহুল।

১০   মিনিট   পর   বক্সে   আসা   লং   ক্রসে   রাজীব   লাফিয়ে   হেড   করলেও   পুরোপুরি   ক্লিয়ার   করতে   পারেননি।   সমীরের   হেডে   ঘুরে   দাঁড়ানোর   উপলক্ষ   পায়   নেপাল।   কিন্তু   পরে   নির্ধারিত   সময়   শেষে ১০   মিনিটের   যোগ   করা