Date: September 16, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ফরগেট মি নট-এর ট্রেলার প্রকাশ

ফরগেট মি নট-এর ট্রেলার প্রকাশ

September 03, 2024 12:42:57 PM   বিনোদন প্রতিবেদক
ফরগেট মি নট-এর ট্রেলার প্রকাশ

মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান অভিনীত মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ফরগেট মি নট-এর ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার চরকির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

যেখানে মেহজাবীন-ইয়াশ তারকা জুটি এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন। ট্রেলারের শুরুতে মেহজাবীনকে বলতে শোনা যায়, ‘রিলেশনশিপ শুরু হয় ভালোসাবা দিয়ে টিকে থাকে রেস্পন্সিবিলিটি দিয়ে একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়।’

গল্প এমনভাবে সাজানো হয়েছে যেখানে সিনেমাপ্রেমীদের গভীর প্রশ্নে মগ্ন হতে বাধ্য করবে, ট্রেলার দেখে এমনটাই আশা করা যাচ্ছে। হতাশা, ভালোবাসা, রোমাঞ্চকর, এই তিনের মেলবন্ধনে ভিন্ন কিছু আসতে চলেছে।

চরকির ফেসবুক পেজে ট্রেলারের ভিডিও শেয়ার করে ক্যাপশেন লিখেছেন, ‘ভালোবাসা নাকি দায়িত্ব, সম্পর্কের ভিত্তি আসলে কোনটা?
৫ সেপ্টেম্বর আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’


এর আগে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি ছবি। সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। এ নিয়ে পরিচালক মাকসুদ হোসাইন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন মেহজাবীন।