Date: October 06, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / সিপিবি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিপিবি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

March 06, 2023 12:58:50 PM   স্টাফ রিপোর্টার
সিপিবি ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। একই সম্মেলনে খোকা রায়কে সম্পাদক করে পার্টির পূর্ববাংলা আঞ্চলিক কমিটি তথা পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করা হয়।  

১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির ৪র্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়।

পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সংক্ষেপে সিপিবি নামে পরিচিত হয়।  

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় পার্টির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া সারা দেশে পার্টির পতাকা উত্তোলন, সমাবেশ-র্যালি-মিছিলসহ নানা কর্মসূচি পালিত হবে।