Date: October 06, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / ‘স্বপ্ন’মোহাম্মদপুর রিং রোডে

‘স্বপ্ন’মোহাম্মদপুর রিং রোডে

August 31, 2023 10:34:13 AM   ডেস্ক রিপোর্ট
‘স্বপ্ন’মোহাম্মদপুর রিং রোডে

ডেস্ক রিপোর্ট:

আজ(৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। নতুন এই আউটলেট উদ্বোধন করেন ‘স্বপ্ন’ এর অপারেশন্স ডিরেক্টর আবু নাছের।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার সলিমুল্লাহ সলু। আরও উপস্থিত ছিলেন- স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, রেজিওনাল হেড অব অপারেশন রঞ্জন আল মিদাসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৮টি জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষ্যে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

নতুন আউটলেটের ঠিকানা :  প্লট নাম্বার ৫, জনতা হাউজিং রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা । যোগাযোগের জন্য নাম্বার : ০১৪০১১৮৮১৩২