Date: October 06, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / সিরাজগঞ্জে মাদক সহ গ্রেফতার বাবা-মেয়ে

সিরাজগঞ্জে মাদক সহ গ্রেফতার বাবা-মেয়ে

September 26, 2024 01:08:01 PM   নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জে মাদক সহ গ্রেফতার বাবা-মেয়ে

সিরাজগঞ্জে সবজির বস্তায় করে তিন হাজার ৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহনকালে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে র‍্যাব।

তারা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁর ছেলে আকবর আলী (৬৩) ও তার মেয়ে শামিমা আক্তার (৩১)। এদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 

বুধবার রাত সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।