Date: September 16, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ৪ দিন পর মিলল ২ ছাত্রীর লাশ, শিক্ষক লাপাত্তা

৪ দিন পর মিলল ২ ছাত্রীর লাশ, শিক্ষক লাপাত্তা

August 27, 2024 12:28:19 PM   উপজেলা প্রতিনিধি
৪ দিন পর মিলল ২ ছাত্রীর লাশ, শিক্ষক লাপাত্তা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে সদর উপজেলার সাদেকপুর গ্রাম থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত নাইমা বেগম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও মায়মুনা আক্তর সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে। তারা দুইজনই নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদরাসার শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ আগস্ট থেকে ওই দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ ছিল। তাদের পরিবারের কেউই থানায় কোনো অভিযোগ করেননি। আজ (মঙ্গলবার) খবর আসে সড়কে দুইটি মেয়ের মরদেহ পড়ে আছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।


তবে তাদের স্বজনদের দাবি, এটি ‘জ্বিন-ভূতের’ কাণ্ড।  

এদিকে নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, নাইমা চার দিন আগে নিখোঁজ হয়েছিল। তবে বিষয়টি পরিবারের কেউ পুলিশ বা আমাদের কাছে জানাননি। আজ (মঙ্গলবার) ভোরে সাদেকপুর এলাকার এক মোয়াজ্জেম আজান দিতে মসজিদে যাওয়ার সময় সেখানের এক ধানি ক্ষেত্রে হাঁটু পানির ওপর মেয়ে দুইটির মরদেহ দেখতে পান। তখন সঙ্গে সঙ্গে এলাকার কয়েকজন লোক নিয়ে ক্ষেত থেকে মরদেহগুলো সড়কে তোলা হয়। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহগুলো উদ্ধার করে নিয়ে যায়।