Date: April 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ঈদের কেনাকাটায় কার্ডে ছাড়ের হিড়িক

ঈদের কেনাকাটায় কার্ডে ছাড়ের হিড়িক

March 30, 2023 03:32:07 PM   স্টাফ রিপোর্টার
ঈদের কেনাকাটায় কার্ডে ছাড়ের হিড়িক

ঈদ উৎসব মানেই নতুন জামা-কাপড়। কেনাকাটার ছড়াছড়ি, জমজমাট বিকিকিনি। ব্যাগভর্তি টাকা নিয়ে শপিং। কিন্তু দিন বদলে গেছে। এখন আর কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে শপিং করতে হয় না। মানিব্যাগে কার্ড থাকলেই চলে। শুধু তাই নয়, কার্ডে কেনাকাটায় আকর্ষণীয় সব অফারও থাকে। ব্র্যান্ড ও পণ্য ভেদে থাকছে বিশেষ মূল্য ছাড়। ফলে ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করে দিয়েছে ব্যাংকগু‌লো। কার্ডের মতো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে ক্যাশব্যাকসহ নানা অফার ও ঈদ উপহার।

ঈদের পোশাক ছাড়াও রোজার ইফতার ও সেহেরিতেও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়ের সুবিধা। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়াতেও রয়েছে ছাড়ের ব্যবস্থা। পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে।  

সিটি ব্যাংক
দেশীয় বেসরকারি দি সিটি ব্যাংক লিমিটেডের প্রায় সব আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে তারকা রেস্তোরাঁয় ইফতার ও ডিনারে মিলছে বাই ওয়ান গেট ওয়ান অফার অর্থাৎ একজনের সঙ্গে আরও একজন বিনা মূল্যে খাওয়ার সুযোগ। এছাড়া ঈদ কেনাকাটায় কার্ডমেম্বাররা পাচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

ঈদ কেনাকাটায় বিভিন্ন অফার নিয়ে ব্যাংকের কার্ড ডি‌ভিশনের প্রধান মোহাম্মদ রাজিমুল হক রাজিম ঢাকা পোস্টকে বলেন, নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে ক্যাশলেস লেনদেনে বেশি উৎসাহ দিচ্ছে সিটি ব্যাংক। এজন্য ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের বিভিন্ন উৎসবে দেওয়া হয় আকর্ষণীয় ছাড় ও নানা রকম অফার। এরই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও ঈদ কেনাকাটা ও ইফতারে বিশেষ অফার পাচ্ছেন সিটি ব্যাংকের কার্ডমেম্বাররা।

তিনি জানান, ৩০০টির মতো লাইফস্টাইলে ৩০ শতাংশ পর্যন্ত এবং ৫০টির বেশি জুয়েলারি প্রতিষ্ঠানে রয়েছে ৮০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের অফার। পাশাপাশি অনলাইন কেনাকাটার পেমেন্টেও মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও শতাধিক রেস্তোরাঁয় ইফতার ও ডিনারে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার অথবা ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সেগমেন্টে মূল্যছাড়ের ব্যবস্থা করেছে এনসিসি ব্যাংক। সেগমেন্টগুলো হচ্ছে- গ্রোসারি, ইলেকট্রনিক্স, এয়ারলাইন্স, রিসোর্ট, রিটেইল এবং বিনোদন। এছাড়া ৩৫টিরও বেশি স্বনামধন্য হোটেলে ইফতার প্লাস ডিনারে থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা ।এনসিসি ব্যাংক

এনআরবিসি
এনআরবিসি ভিসা কার্ড রমজানে দিয়েছে আকর্ষণীয় সব অফার। হোটেল ইন্টার কন্টিনেন্টাল, ওয়েস্টিন, শেরাটন ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এনআরবিসি ভিসা ক্রেডিট কার্ডে দেওয়া হচ্ছে বাই ওয়ান গেট থ্রি পর্যন্ত ফ্রি সুবিধা। সেই সাথে দেশজুড়ে যেকোনো আড়ং আউটলেটে কেনাকাটায় পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

এনআরবিসি ভিসা ক্রেডিট কার্ডে আরও থাকছে, দেশজুড়ে ৫০০ এর বেশি মার্চেন্টের বিনা সুদে ৩৬ মাসের কিস্তিতে পণ্য কেনার সুযোগ। যেখানে টিভি, ফ্রিজ, এসি, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স আইটেম কিনতে পারবেন। এছাড়াও বিভিন্ন লাইফস্টাইল শপ, হোটেল স্টে, অনলাইনে কেনাকাটায় শতাধিক ই-কমার্স সাইটে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।  

ব্র্যাক ব্যাংক
রমজানে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১,০০০টিরও বেশি আউটলেটে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। অফার সুবিধা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন , ব্র্যাক ব্যাংক সবসময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় রমজান এবং ঈদের অফারগুলো আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদযাপনকে আরও আনন্দময় করবে। আমাদের ডেবিট এবং ক্রেডিট কার্ড অনেক ক্যাটাগরি ও ১,০০০ এর বেশি পার্টনার নিয়ে গ্রাহকদের জন্য সবসময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। আমরা আশা করি, এই অফারগুলো রমজান জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় হবে।  

ব্র্যাক ব্যাংকের সকল কার্ডহোল্ডার রমজানের সারা দেশে বিভিন্ন তরকা হোটেলে ইফতার-ডিনার ও সেহরিতে একটি কিনলে চারটি ফ্রি পর্যন্ত বুফে অফার পাচ্ছেন। বড় বড় শহরের ১১৯টি হোটেল ও রেস্টুরেন্টে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ২০৩টি লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, কার্ডহোল্ডাররা ৩৫টি বিখ্যাত গয়নার দোকানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

ই-কমার্স কেনাকাটায় ক্রেডিট কার্ড হোল্ডাররা রোজার প্রথম দিন থেকে ঈদের দিন পর্যন্ত আড়ং, এপেক্স, সেইলর, পরিবহন ডটকম, সোহাগ পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া ৪৪টি ই-কমার্স মার্চেন্টে ২৫ শতাংশ ছাড় পাবেন কার্ডহোল্ডাররা।

লং বিচ হোটেল, ওশেন প্যারাডাইস, মোমো ইন, নাজিমগড় রিসোর্টস, বিসিডিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, গোজায়ান, শেয়ারট্রিপসহ ৮৯টি ট্রাভেল ও এয়ারলাইন্স পার্টনারদের সঙ্গে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ড হোল্ডারদের জন্য কেনাকাটায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। লাইফস্টাইলে কেনাকাটা ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড়। এছাড়া রমজান উপলক্ষে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডে  রমজানে অর্ডার করলে দেওয়া হচ্ছে ১৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।


এসবিএসি ব্যাংক
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের কার্ড হোল্ডাররা সারা, ফার্স্ট লেডি বেনারশি, কিডস ড্রিমসহ ২৭টি লাইফস্টাইলে পাচ্ছে ৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়।

মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা পাচ্ছেন বিভিন্ন অভিজাত হোটেল রেস্টুরেন্ট ইফতার ডিনার ও সেহরিতে বিশেষ ছাড়। পাশাপাশি ক্রেডিট কার্ডে আড়ংয়ে কেনাকায় মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক। নাবিলা, সারা, জারা ফ্যাশনসহ বিভিন্ন লাইফস্টাইলে কেনাকাটা ১০ শতাংশ নগদ মূল্য ছাড় পাচ্ছেন গ্রাহক।

ইউসিবি
প্রতিবারের মত এবারও ঈদ কেনাকাটা ও ইফতারে রমজান মাস জুড়ে বিশেষ অফর পাবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা।

অফার প্রসঙ্গে ইউসিবির কার্ড ডি‌ভিশনের প্রধান নেহাল এ হুদা ঢাকা পোস্টকে জানান, রমজান মাসে স্বপ্ন, আগোরা, মীনা বাজার, চালডাল ডটকম, ডেইলি শপিংসহ বিভিন্ন সুপারসপে ২০০ টাকার কেনাকাটা করলে ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। পাশাপাশি আড়ংয়ে কেনাকাটায় ২৫ শতাংশ, এপেক্স,  আর্টিসান, ইয়েলো, বাটা, টাইম জোনে ১৫ শতাংশ মূল্য ছাড় পাচ্ছেন গ্রাহক। এছাড়া রমজান উপলক্ষে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ একটি পণ্য কিনলে একটি ফ্রি সুবিধাসহ নগদ মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ওয়েস্টিন, শেরাটন ঢাকা, রেডিসন ব্লু, লা মেরিডিয়ান, আমারি ঢাকাসহ নামিদামি সব হোটেলেই এ অফার রয়েছে বলে জানান ইউসিবির এ কর্মকর্তা।
ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটায় ক্রেতাদের নগদ মূল্য ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় সব অফার দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

ডাচ্ বাংলা ব্যাংক
ডাচ্ বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য পাঁচ তারকা বিলাসবহুল  হোটেলে পুরো রমজান মাস জুড়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, ২ ও থ্রি অফার দিয়েছে। এছাড়া নেক্সাস মাস্টারকার্ড, নেক্সাস ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ও ভিসা সিগনেচার কার্ডে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানে ঈদ কেনাকাটায় রয়েছে বিশেষ মূল্য ছাড়।

নেক্সাস-পে  ও রকেট অ্যাপ দিয়ে কিউ আর কো‌ড স্ক্যান করে পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক। সুপারসপ স্বপ্ন, আগোরা, মীনা বাজার, প্রিন্স বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাবসহ বাটা, এপেক্স লোটো ও বে-এম্পোরিয়ামে এ অফার পাওয়া যাচ্ছে। এছাড়া সেইলর, লা রিভ, ফিট এলিগেন্স, ইনিফিনিটি ,সারাসহ বেশকিছু লাইফস্টাইলেও একই সুধিবা পাচ্ছে গ্রাহক।

বিকাশ
পবিত্র রমজান ও ঈদ কেনাকাটা আরও বর্ণিল, সহজ এবং সাশ্রয়ী করে তুলতে এবারও ক্যাশব্যাকসহ বেশকিছু অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। এসব বিশেষায়িত অনলাইন-অফলাইন অফারগুলো থেকে বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা। আগামী ২২ এপ্রিল, ২০২৩ পর্যন্ত এই অফারগুলো নিতে পারবেন গ্রাহকরা।

বিকাশের গ্রাহকরা ফেসবুক শপে বিকাশ পেমেন্টে ৫% ক্যাশব্যাক ও অনলাইন শপে সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়া পছন্দের কেনাকাটায় ডিসকাউন্ট কুপনসহ পছন্দের এক্সেসরিজ, জুতা ও পোশাক কিনে পাবেন ৩০০ টাকা ক্যাশব্যাক অফার।
ঈদের নানা অফার প্রসঙ্গে বিকাশ-এর হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম ঢাকা পোস্টকে বলেন, পবিত্র রমজান মাস এবং ঈদ উৎসবকে ঘিরে দেশের সার্বিক আর্থিক কর্মকাণ্ড বেড়ে যায় উল্লেখযোগ্য হারে, কেননা এই সময়টায় সবাই আত্মীয়, পরিবার-পরিজনদের জন্য কেনাকাটায় ব্যয় করে অতিরিক্ত অর্থ। তাই মুদি পণ্য, কাপড়, জুতা, ইলেকট্রনিক গ্যাজেট, গৃহস্থালি পণ্য, আসবাবপত্র, গৃহসজ্জার উপকরণসহ ঈদের বিভিন্ন কেনাকাটা আরও সহজ ও স্বচ্ছন্দ করতে বিকাশ দিচ্ছে পেমেন্টের ওপর ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট কুপন। এছাড়াও রমজান মাস এবং ঈদ ঘিরে বিকাশের অন্যান্য সেবা যেমন রেমিট্যান্স, ডিজিটাল পে-রোল সলিউশন, দান ও জাকাত, ভ্রমণের জন্য টিকিট কেনা এই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গ্রাহকদের সুবিধা এবং সাধ্যের কথা বিবেচনা করে বিকাশ উৎসবকে সামনে রেখে এই অফারগুলো নিয়ে এসেছে।

নগদ
ঈদে নগদ পেমেন্টে বিএমডব্লিউ গাড়ি জেতার মেগা অফার চলছে। অফার প্রসঙ্গে ‘নগদ’ এর হেড অফ কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল ঢাকা পোস্টকে বলেন, এবার ঈদে নগদ গ্রাহকদের জন্য এ যাবৎকালের সবচেয়ে আকর্ষণীয় মেগা অফার ঘোষণা করা হয়েছে। ঈদ কেনাকাটায় নগদ পেমেন্টে গ্রাহক  পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। সঙ্গে থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ শত শত পুরস্কার। নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে।

এছাড়া যেকোনো কেনাকাটার পেমেন্টে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করার সুযোগ।

নগদের এই কর্মকর্তা জানান, নগদ এবার রেমিট্যান্স সেবা চালু করেছে। বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে বিশেষ অফার দেওয়া হয়েছে। রমজানে ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ অতিরিক্ত ২০০ টাকা ঈদ বোনাস দেবে নগদ।