Date: April 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / কলকাতায় বস্তিতে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

কলকাতায় বস্তিতে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

April 24, 2023 12:51:28 PM   আন্তর্জাতিক ডেস্ক
কলকাতায় বস্তিতে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

কলকাতার পূর্বাঞ্চলীয় উপশহর বিধাননগরের সল্টলেক এলাকার ফাল্গুনী বাজারের একটি বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে। প্রাণহানির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি, তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির শতাধিক ঘর।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এবং পশ্চিমবঙ্গের দৈনকি আনন্দবাজারের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭ টার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। কলকাতা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় রাত ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বস্তির একটি ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুণের সূত্রপাত ঘটে। আশপাশের ঘরগুলোতে তা ছড়িয়ে পড়ার পর আরও অন্তত ৫ থেকে ৭টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে রীতিমতো দাবানলের রূপ নেয় আগুন। ফায়ার সার্ভিস আসার পরও প্রথম দু’ঘণ্টায় কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা যায়নি।

আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বস্তির লোকজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। তবে ঘর-বাড়ি সহায়-সম্বল হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ।

আগুল লাগার পর ঘটনাস্থলে পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, বস্তির সংলগ্ন সড়কগুলো সংকীর্ণ হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর আসতে বিলম্ব হওয়ায় আগুন নেভাতে দেরি হয়েছে।

বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ড সম্পর্কিত একটি রিপোর্ট প্রদান করবে। আগুনে যারা ঘর-সহায়-সম্বল হারিয়েছেন, ফায়ার সার্ভিসের রিপোর্ট পাওয়ার পর সরকারি উদ্যোগে তাদের ঘর তুলে দেওয়া হবে।

তার আগ পর্যন্ত স্থানীয় একটি কমিউনিটি হলে ক্ষতিগ্রস্তদের থাকা-খাওয়ার ব্যাবস্থা হবে বলেও জানিয়েছেন মেয়র।