Date: March 29, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিশেষ নিবন্ধ / চঞ্চলের চমকে ‘হাওয়া’য় রহস্য

চঞ্চলের চমকে ‘হাওয়া’য় রহস্য

June 09, 2022 04:11:17 PM  
চঞ্চলের চমকে ‘হাওয়া’য় রহস্য

বিনোদন ডেস্ক:
‘এ্যাই কোন বোট থেকে আইছো, সত্য করে কও...কথা কচ্ছ না ক্যান?’Ñএ সংলাপ মাঝসমুদ্রে ট্রলারে হুট করে উঠে পড়া এক নারীর উদ্দেশে বলছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই নারী নাজিফা তুষি। তিনি কীভাবে এলেন ট্রলারে; তাঁকে ঘিরে রহস্য বাড়িয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলরা। এ নারী কি দেবী? হলে, কিসের দেবী? যদিও দুই মিনিট ২৫ সেকেন্ডের রহস্যঘেরা ট্রেইলারে সে প্রশ্নের উত্তর মেলেনি। তবে, নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’র ট্রেইলারে মুগ্ধতা বইছে অন্তর্জালে। ‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত একালের রূপকথা। রূপকথা নির্ভর সিনেমার প্রচলিত এ ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা বলে জানাচ্ছে সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। নির্মাণ ও প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে, এরইমধ্যে চলচ্চিত্রটি দেশ এবং দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অচিরেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।