Date: May 02, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন প্রোটিয়াদের নারী ক্রিকেটাররাও

ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন প্রোটিয়াদের নারী ক্রিকেটাররাও

August 23, 2023 08:36:42 AM   ক্রীড়া ডেস্ক
ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন প্রোটিয়াদের নারী ক্রিকেটাররাও

ক্রীড়া ডেস্ক:

ছেলেদের মতো মেয়েরাও সমান ম্যাচ ফি পেতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ৬টি দল নিয়ে নতুন একটি কাঠামোও গঠন করতে যাচ্ছে সিএসএ। সেই ধারায় এবার মেয়ে ক্রিকেটারদেরকে ছেলেদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার ক্রিকেট। এছাড়া আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

গত ফেব্রুয়ারিতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ সফলতার সাথে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। যা ক্রিকেট বিশ্বে সকলের নজরেই এসেছিল তাদের সাফল্য। এবার যেন সেই সাফল্যের পুরস্কারই পেতে যাচ্ছেন দেশটির নারী ক্রিকেটাররা। এছাড়া ঘরোয়া ক্রিকেটের জন্য ১৬ দলের টুর্নামেন্টে ছয় দল খেলবে প্রথম স্তরে, বাকি দশ দল থাকবে দ্বিতীয় স্তরে। ৬ দল ১১ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় আনতে পারবে। নিয়োগ দিতে পারবে একজন প্রধান কোচ, কোচিং স্টাফে আরও চারজনকে নিতে পারবে দলগুলো, যেখানে দুইজন থাকবেন মহিলা।

এছাড়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এর দলগুলোর সাথে মেয়ে ক্রিকেটারদের ক্যাম্প করানোর সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। পরের মৌসুমে প্রদর্শনী ম্যাচ আয়োজন এবং তার পরের মৌসুমে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ চালু করার ব্যাপারেও চিন্তাভাবনা করছে সিএসএ। নারীদের ক্রিকেটের নবজাগরণ হয়ত শুরু হতে যাচ্ছে প্রোটিয়া ক্রিকেটে।