Date: May 15, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনা দেশে ফিরছেন

জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনা দেশে ফিরছেন

August 09, 2023 10:07:00 AM   ডেস্ক রিপোর্ট
জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনা দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্ট: 
ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম দেশে ফিরছেন।

আজ(৯ আগস্ট) বিকেল ৫টায় তাকে দেশে আনা হবে এবং তার পরিবারের জিম্মায় দেওয়া হবে। একটি গোয়েন্দা সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ১৮ মাস আগে ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লে. কর্নেল (অব.) সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয়। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাকে আজ বিকেল ৫টায় দেশে আনা হবে এবং তার পরিবারের জিম্মায় দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যরা অপহরণ করে। তার সঙ্গে আরও কয়েকজনকে অপহরণ করা হয়। তার মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। তখন থেকে তাকে উদ্ধার করার জন্য বিভিন্ন মাধ্যমে তিনি আকুল আবেদন জানিয়ে আসছিলেন।