Date: March 29, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / জুয়ার দায়ে আট মাসের জন্য নিষিদ্ধ ইংলিশ স্ট্রাইকার

জুয়ার দায়ে আট মাসের জন্য নিষিদ্ধ ইংলিশ স্ট্রাইকার

May 19, 2023 04:14:45 PM   ক্রীড়া ডেস্ক
জুয়ার দায়ে আট মাসের জন্য নিষিদ্ধ ইংলিশ স্ট্রাইকার

খেলারপত্র ডেস্ক:
জুয়া খেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তি পেলেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে খেলা এই ফুটবলারকে সব ধরণের ফুটবলীয় কার্যক্রম থেকে আট মাসের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল এসোসিয়েশন। সেইসঙ্গে ৫০ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬৫ লাখ টাকা জরিমানাও হয়েছে টনির।
চলতি মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন টনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হলান্ড-কেইনের পরেই ছিলো এই স্ট্রাইকারের নাম। ইংলিশ ফুটবল এসোসিয়েশন জানিয়েছে, টনির বিরুদ্ধে মোট ২৬২টি অভিযোগ ছিলো। যার মধ্যে ৩০টি অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায় নি। বাকি ২৩২টি অভিযোগের সত্যতা টনি নিজেই স্বীকার করে নিয়েছেন। 
টনি এই অপরাধ গুলো করেছেন ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৩ জানুয়ারির মধ্যে। জুয়া খেলার অভ্যাস থেকে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটতে পারে বলে মনে করে এফএ।  শাস্তির মেয়াদ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত কোনো ধরণের ফুটবলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।