Date: April 29, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ঢাকা উত্তরের সিটি করপোরেশনের সব এলাকায় স্মার্ট পার্কিং ব্যবস্থা হবে: মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তরের সিটি করপোরেশনের সব এলাকায় স্মার্ট পার্কিং ব্যবস্থা হবে: মেয়র আতিকুল ইসলাম

November 08, 2023 10:08:07 AM   স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তরের  সিটি করপোরেশনের সব এলাকায় স্মার্ট পার্কিং ব্যবস্থা হবে: মেয়র আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এর ডিএনসিসির নগর ভবনে ‘ডিএনসিসি স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশের স্মার্ট শহর ঢাকা। আর ঢাকার স্মার্ট সিটি ডিএনসিসি। তারই অংশ হিসেবে আমরা অনলাইনে ট্রেড লাইসেন্সের ফি নেওয়াসহ সব সেবা দিচ্ছি। সবার ঢাকা অ্যাপের মাধ্যমে সেবা চালু করেছি। লাখ লাখ আবেদন-অভিযোগ পেয়েছি। সেগুলো সমাধান করেছি। এখন ডিএনসিসিতে নতুন একটি স্মার্ট পার্কিং করা হয়েছে।

বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে আতিকুল ইসলাম বলেন, আজকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। ঠিক তখনই দেশকে পেছনে নিতে চায় বিএনপি। আমি বলতে চাই, নৌকার কোনো ব্যাগ গিয়ার নেই। নৌকা সামনে এগিয়ে যাবে।