Date: May 15, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত ৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত ৩

July 19, 2023 02:57:49 PM   উপজেলা প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত ৩

পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা বাউরা ইউনিয়নে জমগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৩ জন আহত হয়েছে। এই নিয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এলাকাবাসী জানায়, মোছাঃ তুলি আক্তার (২৫) পিতা- মোঃ আব্দুল্লাহ, গত ১৭/০৭/২০২৩ খ্রিঃ  সকাল ১০.০০ ঘটিকার সময়  মোঃ আব্দুল্লাহ গর্ভবতীর কার্ড নিয়ে কথা কাটাকাটি  একপর্যায়ে আব্দুল্লাহ তার স্ত্রীকে চড় মারে ।এই ঘটনার সূত্র ধরিয়া একই তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় মোছা: তুলি আক্তার তার বাবার বাড়ীতে সকলকে বিষয়টি জানায় মোঃ আব্দুল মালেক (৩৫),  মোঃ রহিম (৩৮) উভয় পিতা- মোঃ হাছেন আলী, মোঃ বকুল মিয়া (২০), পিতা- মোঃ করিম, মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মোঃ মতিয়ার রহমান,  মোঃ আজিজুল হক (৩০), পিতা- মৃত- নবীর হোসেন,  মোঃ ফরিদুল ইসলাম (২৬), পিতা- মোঃ জাফর আলী, মোঃ মুন্নাত (৪৮), পিতা- মৃত কপিল হোসেন, মোঃ জালাল (৩২), পিতা-মোঃ হাছেন আলী, সকলের  উক্ত ঘটনার বিষয় জানালে দলবদ্ধ হয়ে হাতে লাঠি শোঠা, লোহার রড, দা নিয়ে, আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মোঃ ছাইফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, এবং  মোঃ খোকন আলী, বাড়ী থেকে বাহির হইলে মো: জালাল এর হুকুমে মো: মালেক, মো: করিম বাঁশের লাঠি দ্বারা মোঃ ছাইফুল ইসলাম এলোপাতাড়ী মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গা জখম করে। মো: মালেক গাছের ডাল দ্বারা মোঃ ছাইফুল ইসলাম এর মাথায়  আঘাত করলে মাথায় গুরুতর রক্তাক্ত হয়। মো: বকুল, মো:আজিমুল বাশের লাঠি দ্বারা  মোঃ আব্দুল্লাহকে এলোপাতাড়ী আঘাতে শরীরের বিভিন্ন অংশ  জখম করে। মোঃ সুজনের হাতে থাকা ছুরি দ্বারা মোঃ আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে হাতীবান্ধা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মো: ফরিদুল ইসলাম মোঃ মুন্নাত মিলে মোঃ খোকন আলীকে বাঁশের লাঠি এবং লোহার রড দ্বারা এলোপাতাড়ী আঘাত করে বুকে, পাজরে  জখম করে। মোঃ নুরুল শেখ এগিয়ে গেলে  মো: রহিম মো: সুজন মিয়া দাড়ি ধরিয়া টানা হেচড়া করে মাটিতে ফেলে দিয়ে গাছের ডাল দারা এলোপাতাড়ী আঘাত করে।

চিকিৎসকরা জানায়, এ ঘটনায় মো: সাইফুল মোঃ খোকন গুরুতর অসুস্থ। তাদের চিকিৎসা  চলছে।