Date: April 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / তাসকিন-হাসানদের প্রশংসায় ডোনাল্ড

তাসকিন-হাসানদের প্রশংসায় ডোনাল্ড

May 20, 2023 04:40:00 PM   ক্রীড়া ডেস্ক
তাসকিন-হাসানদের প্রশংসায় ডোনাল্ড

খেলারপত্র ডেস্ক:
একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল স্পিন নির্ভর। সেটা হোক ঘরের মাটিতে কিংবা উপমহাদেশের বাইরে। যার ফলে বিদেশের মাটিতে সাফল্য পেতে বেশ বেগ পেতে হতো বাংলাদেশকে। তবে গত কয়কে বছরে দেশের পেসাররা অনেকটাই উন্নতি করেছেন। যার ছাপ পড়েছে দলের সাফল্যেও। তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের এমন দৃঢ়তায় খুশি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পেসারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত ডোনাল্ড বলেন, ‘বোলিংয়ের দিক থেকে আমি সত্যিই গর্বিত সবাই যেভাবে নতুন পথে ভাবছে। ছক্কা খেলেও ঘাবড়ে যাচ্ছে না। স্ট্রাইকরেটের দিক থেকে আমরা সব সংস্করণেই উন্নতি করেছি। বিশেষ করে সাদা বলে, যেভাবে হওয়া উচিত (সেভাবে হচ্ছে)। আপনি যদি ব্যাটারকে তাড়া না করেন, ঝুঁকি না নেন তাহলে (ভালো) কোথাও যেতে পারবেন না। এটা হচ্ছে আক্রমণের বিপক্ষে আক্রমণ।’
পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখেও দারুণ আনন্দিত এই প্রোটিয়া কোচ। আগামী জুলাই হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টেই বাংলাদেশের বিশ্বকাপ দল অনেকটা তৈরি হয়ে যাবে বলে আশাবাদী ডোনাল্ড। তিনি জানিয়েছেন, সবাই যেভাবে এক হয়ে কাজ করছে তা প্রশংসার দাবিদার।
তিনি বলেন, ‘পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দারুণ। নির্বাচকদের জন্য আসলেই কঠিন কাজ। এশিয়া কাপের সময়টায় আপনি বুঝে যাবেন কোন দিকে যাচ্ছে সব কিছু। বিশ্বকাপে পাঁচ পেসার নাকি ছয় পেসার নিয়ে যাব আমরা জানি না এখনো। এমনিতে কোর পেসার যদি বলেন হাসান আছে, তাসকিন, ইবাদত, মুস্তাফিজ, শরিফুলের কথা বলব। এর বাইরে (রেজাউর রহমান) রাজা আছে, খালেদ (আহমেদ) আছে।  তারাই আমাদের মূল বোলার। এছাড়া আমরা আরও অনেকের উন্নতির দিকে চোখ রাখছি। ইতিবাচক দিক হলো সবাই সবাইকে কমপ্লিমেন্ট করছে। এক হয়ে কাজ করছে।’