Date: April 28, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / নির্বাচনে ব্যাপক হারে ভোটার উপস্থিত হবে বলে মনে করেন: ড. হাছান মাহমুদ

নির্বাচনে ব্যাপক হারে ভোটার উপস্থিত হবে বলে মনে করেন: ড. হাছান মাহমুদ

December 21, 2023 11:02:03 AM   ডেস্ক রিপোর্ট
নির্বাচনে ব্যাপক হারে ভোটার উপস্থিত হবে বলে মনে করেন: ড. হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট:
যে যত কথাই বলুক, নির্বাচন বিরোধীরা যত চেষ্টাই করুক, নির্বাচনে ব্যাপক হারে ভোটার উপস্থিত হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ থেকে দেশের অর্জন নিয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোট বর্জন করে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছো। এক্ষেত্রে ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব পড়বে কি না- এ প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, প্রথমত ব্যাপক ভোটার উপস্থিত হবে। ইতোমধ্যে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা গ্রামে-গঞ্জে তৈরি হয়েছে, প্রতিটি আসনে যেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিটি আসনে গড়ে সাতজনের বেশি প্রতিদ্বন্দ্বী। সেজন্য নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

“যে যত কথাই বলুক, যত চেষ্টাই নির্বাচন বিরোধীরা করুক, নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিত হবে, এতে কোনো সন্দেহ নেই। ভোটার উপস্থিতি অটোমেটিক্যালি হবে। এজন্য বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”বিএনপির অসহযোগ আন্দোলন ডাকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কর্মীরা তাদের নেতাদের সহযোগিতা করছে না, এটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য।

দেশের অর্থনীতি সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা চাঙ্গা রাখতে সক্ষম হয়েছি- এমন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন বাজারে পণ্যের মূল্য কমেছে। গরুর মাংস থেকে শুরু করে অনেকগুলো পণ্যের দাম কমেছে। আগামী দিনগুলোতে অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং মূল্যস্ফীতি আরো কমবে।

নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপরও পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন সরকারের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত রয়েছে। এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন আয়োজক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন, সুতরাং ভোট সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল অ্যান্ড লিয়াজোঁ) আবদুল জলিল, ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।