Date: May 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / নায়কের সাথে শুইনি,তাই জেলে দেওয়ার চেষ্টা করেছিল : কঙ্গনা

নায়কের সাথে শুইনি,তাই জেলে দেওয়ার চেষ্টা করেছিল : কঙ্গনা

March 01, 2023 11:33:08 AM   বিনোদন প্রতিবেদক
নায়কের সাথে শুইনি,তাই জেলে দেওয়ার চেষ্টা করেছিল : কঙ্গনা

বিনোদন ডেস্ক:
আমির খানের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন। রণবীর কাপুর-আলিয়া ভাটকেও নিয়েছেন এক হাত। বলিউডের আলোচিত নায়িকা কঙ্গনা রানাউতের এবারের লক্ষ্য করণ জোহর।

এক টুইটে তিনি লিখেছেন- বলিউডের বাকি নায়িকাদের মতো তো নই। খিলখিলিয়ে হেসে উঠতে পারি না। বিয়ের রাতপার্টিতে ডাকলেই নাচতে চলে যাই না। ছবিতে আইটেম গানে নাচি না। এমনকি, রাতে নায়কের বিছানায় ডাক পড়লে সাফ মানা করে দিয়েছিলাম। তাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল ভিখারি ফিল্ম মাফিয়ারা। সেই সুবাদে জেলে পোরারও চেষ্টা হয়েছিল। যদিও তারা ব্যর্থ।

এই টুইটে কঙ্গনা করণ জোহর আর তাঁর গ্যাংকে ‘ভিখারি ফিল্ম মাফিয়া’ বলে সম্বোধন করেছেন।

কঙ্গনার অভিযোগ তিনি নায়কের বিছানায় শোননি। তাই তাঁকে ‘পাগল’ ঘোষণা করার চেষ্টা করেছিল। শুধু কি এই? তাকে নাকি ১-২ বা জেলে পোরার চেষ্টাও করা হয়েছিল!