Date: May 11, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / পেনাল্টি মিসে শিরোপা হাত ছাড়া করলো বাংলাদেশ

পেনাল্টি মিসে শিরোপা হাত ছাড়া করলো বাংলাদেশ

November 12, 2022 05:29:06 PM   ক্রীড়া ডেস্ক
পেনাল্টি মিসে শিরোপা হাত ছাড়া করলো বাংলাদেশ

ওবাইদুল হক বাদল:
শেষ দিকে পেনাল্টি এনে দিয়েছিল শিরোপা জয়ের সুযোগ। কিন্তু সেই সুযোগ নষ্ট হওয়ায় ট্রফিও হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ম্যাচ তখন শেষ মিনিটে গড়িয়েছে। স্কোরলাইন ১-১ গোলের সমতা। বাঁ প্রান্ত থেকে নেয়া বাংলাদেশের তৃষ্ণা আড়াআড়ি শট নেপালের বিপানার হাতে আঘাত করে। রেফারি দেন পেনাল্টির বাঁশি। কিন্তু জয়নব বিবির নেওয়া দুর্বল পেনাল্টি শট নেপালের গোলরক্ষক রুখে দেন অনায়াসে।  তাতেই কপাল পুড়ে বাংলাদেশের। ট্রফি ছিনিয়ে নেয় নেপালের মেয়েরা। তাই ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চ্যাম্পিয়ন হতে বাংলার বাঘিনীদের জয়ের জন্য কোনো বিকল্প ছিল না। কিন্তু তাদের সন্তুষ্ট থাকতে হয় ১-১ গোলের ড্রয়ে রানার-আপ হয়ে। তিন দলের টুর্নামেন্টে চার ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে হয়েছে রানার-আপ। 
নেপাল এগিয়ে যায় ১৪ মিনিটে। সমিক্ষা মাগার ডিফেন্ডার অনন্যা মুর্মু বিথিকে কাটিয়ে বাই লাইনের একটু ওপর থেকে কাট ব্যাক বাড়ান। কানন রানী বাহাদুর তা ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন সুশিলার পায়ে। নেপালে এ ফরওয়ার্ডের দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল আশ্রয় নেয়। ৫৪ মিনিটে জয়নব বিবি রিতার কর্নার থেকে রুমা আক্তারের হেডে বল জালে জড়ালে সমতায় ফেরে বাংলাদেশ। মাস দুয়েক আগে সাবিনারা কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে এবার চ্যাম্পিয়ন হয়ে সেই হারের মধুর প্রতিশোধই নিল নেপাল।