Date: May 07, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

March 05, 2024 10:38:27 AM   ডেস্ক রিপোর্ট
বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে মো. সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যান চালক মো. আবজাল শেখের ছেলে। সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সৌরভের সহপাঠী মো. আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুর পাড়ে আসি। এ সময় কথার এক পর্যায়ে আমাদের সঙ্গে সৌরভ সাঁতরে পুকুর পার হওয়ার বাজি ধরে। সে সাঁতার কাটতে পারে না এটাই আমরা জানতাম। তাই তাকে সাঁতরে পুকুর পার হতে নিষেধ করি। এরপরও সে আমাদের সঙ্গে সাঁতরে পুকুর পার হওয়ার জন্য ১ হাজার টাকা বাজি ধরে। এরপর সাঁতরে পুকুরের মাঝামাঝি গিয়ে ডুবে যায়। তখন আমরা তাকে বাঁচাতে দৌড়ে পুকুরে নামি। তখন আমরা তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেই।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মুহিদুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধারে কাজ শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় দেড়ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঢাকা পোস্টকে বলেন, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।