Date: April 28, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বাবরকে সরিয়ে সরফরাজকে দায়িত্ব দেওয়া হতে পারে: পাকিস্তান

বাবরকে সরিয়ে সরফরাজকে দায়িত্ব দেওয়া হতে পারে: পাকিস্তান

October 28, 2023 11:18:33 AM   ক্রীড়া প্রতিবেদক
বাবরকে সরিয়ে সরফরাজকে দায়িত্ব দেওয়া হতে পারে: পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক :

বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল পাকিস্তানকে। বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করা প্রায় সবার তালিকাতেই ছিল পাকিস্তানের নাম। আসরে টানা জয়ে বাবর আজমদের শুরুটাও ছিল দাপুটে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এক হার যেন মনোবল ভেঙে দিয়েছে। টানা চার হারে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।

পাকিস্তানের এমন বিপর্যয়ে প্রত্যাশিতভাবেই কাঠগড়ায় অধিনায়ক বাবর আজম। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই। এমনকী তাকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তোলা হচ্ছে। বিশ্বকাপের মাঝে র‌্যাংকিংয়ের শীর্ষ এই ব্যাটারের ওয়ানডের নেতৃত্ব হারানোর কোনো সম্ভাবনা না থাকলেও হয়তো একটা দুঃসংবাদ অপেক্ষা করছে বাবরের জন্য।

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের খবর, বিশ্বকাপের পর সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব হারাতে পারেন বাবর আজম। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দায়িত্ব দেওয়া হতে পারে অভিজ্ঞ ক্রিকেটার সরফরাজ আহমেদকে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন সরফরাজ। তার নেতৃত্বে সদ্য সমাপ্ত কায়েদ-ই-আজম ট্রফিতে শিরোপা জিতেছে করাচি হোয়াইটস। টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সরফরাজ জিতেছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সদরদপ্তর লাহোরে পিসিবি সভাপতি জাকা আশরাফের সঙ্গে দেখা করেন সরফরাজ। যেখানে অভিজ্ঞ এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন জাকা আশরাফ।

এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দায়িত্ব দেওয়া হতে পারে সরফরাজকে। পিসিবি ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে বাবর আজমের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করে পাকিস্তান।