Date: April 28, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারীতে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সরদারদের সংবাদ সম্মেলন

বুড়িমারীতে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সরদারদের সংবাদ সম্মেলন

January 18, 2024 01:47:47 PM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারীতে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সরদারদের সংবাদ সম্মেলন

পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন এর সন্ত্রাসী কর্মকান্ড ও ভিত্তিহীন বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেনে করেছে বুড়িমারী স্থল বন্দর লোড আনলোড লেবার ইউনিয়ন, বুড়িমারী স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন, বুড়িমারী স্থল বন্দর স্টেশন ও কুলি শ্রমিক ইউনিয়ন এর সকল শ্রমিক ও সরদারগণ। বৃহস্পতিবার বিকেলে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িমারী স্থল বন্দর লোড আনলোড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন,  গত ১৫ জানুয়ারি সোমবার মোঃ সাজ্জাদ হোসেন তার নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বলেছে যে, নির্বাচনী সহিংসতায় শ্রমিকদের কার্যালয় দখল ও শ্রমিক সাজ্জাদ হোসেনকে হত্যার চেষ্টা, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত, নির্বাচনি সহিংসতাকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টি করা, সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায়, সাধারণ শ্রমিকদের কার্যালয়ে তালা দিয়ে দখল করা, সরদারদের পরিকল্পনায় তাকে হত্যা করার চেষ্টা, সরদারদের বৈধ কর্মকাণ্ডকে অবৈধ কর্মকাণ্ড বলে গুজব ছড়ানোর অভিযোগ করা হয়। এগুলো সব ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আর বলেন, শ্রমিকদের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, আমরা তিন তিনটি রংপুর শ্রম অধিদপ্তরের বৈধ ট্রেড ইউনিয়ন নিয়ে দীর্ঘদিনযাবত বুড়িমারী স্থল বন্দরে লোড আনলোড এর কাজ করে আসছি। যা আমাদের নামে ড্রপ কমিনিউকেশন থেকে চুক্তি বদ্ধ রয়েছে। সাজ্জাদ শ্রমিকদের উস্কে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু তৈরি করে এবং দুষ্কৃতকারী লোকজন দ্বারা শ্রমিকদের মাঝে রক্ত ক্ষয়ী দাঙ্গা সৃষ্টি করে। কয়েকবার এ ধরনের ঘটনা ঘটার ফলে লালমনিরহাট জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এর পড়ে তদন্ত কমিটির প্রতিবেনদনে(বুড়িমারী স্থল বন্দর শ্রমিক লীগ কমিটি) বাতিল এবং আমাদের  তিন টি ট্রেড ইউনিয়ন বৈধ থাকায় আমাদের কাজ চলমান রয়েছে, এরেই মাঝে কিছু দিন সরাসরি ঠিকাদারের মাধ্যমে শ্রমিকগণ কাজ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে সাজ্জাদ হোসেন সরদার ও গ্রুপ লিটার  বানাবে বলে, বেশ কিছু শ্রমিক ও বহিয়া গত লোকের কাছে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়, সাধারন শ্রমিকগন বুঝতে পেয়ে তা প্রতিবাত করে এবং তারা আবার আমাদের সাথে কাজ করার অঙ্গীকার করেন এবং কাজ করছেন।

এ সময় বুড়িমারী স্থলবন্দরের সকল সরদার ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।