Date: May 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বগুড়ার কথিত সাংবাদিক দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি নয়

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বগুড়ার কথিত সাংবাদিক দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি নয়

October 04, 2023 05:44:14 PM   বজ্রশক্তি ডেস্ক
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বগুড়ার কথিত সাংবাদিক দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি নয়

এতদ্বারা সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশের তথ্যসচেতন মহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩রা সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার অতিরিক্ত জেলা জজ -২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন কর্তৃক যাবজ্জীবণ দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদ টুটুল দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি নয়।

আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হবার পর ঐদিন কিছু মিডিয়ায় ‘মাদক মামলায় কথিত সাংকাদিকের যাবজ্জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কথিত সাংবাদিক হারুনুর রশীদ টুটুলের কাছে গ্রেফতারকালে অর্থাৎ ২০২১ সালের ৯ জানুয়ারিতে দৈনিক বজ্রশক্তির কার্ড পাওয়া গেছে বলে।

এর আগে, ২০২১ সালের ৯ জানুয়ারিতে তাকে যখন গ্রেফতার করা হয়  তখন বেশ কয়েকটি  দৈনিক ও অনলাইন পত্রিকায় গ্রেফতারকৃতের কাছে পাঁচ বছর আগে মেয়াদ উত্তীর্ণ দৈনিক বজ্রশক্তির কার্ড পাওয়া যায় মর্মে সংবাদ প্রকাশ করে ।  কিন্তু কয়েকটি দৈনিক ও অনলাইন পত্রিকায় আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে তার কাছে বজ্রশক্তির কার্ড পাওয়া গেছে বলে জানানো হয় এবং তাকে বজ্রশক্তির সাংবাদিক হিসেবে প্রচার করা হয়।সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হবার সাথে সাথে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা অত্যন্ত দ্যর্থহীনভাবে বলি যে, এই ব্যক্তির সাথে দৈনিক বজ্রশক্তি’র কোনো সম্পর্ক নেই।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ২০১৫ সালে অর্থাৎ ঐ ব্যক্তি গ্রেফতারেরও প্রায় ৫ বছর আগে এই ব্যক্তি দৈনিক বজ্রশক্তির সংবাদ দাতা হিসেবে বগুড়া জেলায় কাজ করতেন। কিন্তু এরপর তার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাকে সংবাদ দাদার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং তার আইডি কার্ড আর নবায়ন করা হয় নি। কিন্তু সে তার কার্ড ফেরত দেয়নি এবং আমাদের সঙ্গে কোন যোগাযোগও রক্ষা করে নি, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তার কাছ থেকে উদ্ধারকৃত আইডি কার্ডের মেয়াদ এখন থেকে ৭ বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে।

পরিতাপের বিষয় হচ্ছে, কয়েকটি দৈনিক ও অনলাইন পত্রিকা অত্যন্ত সুচতুরভাবে বিষয়টি এড়িয়ে গেছেন। সংবাদে তার কাছে কার্ড পাওয়া গেছে উল্লেখ করেছেন অথচ কার্ডটি যে মেয়াদ উত্তীর্ণ তা উল্লেখ করেননি। সে গ্রেফতার হবার ৬ বছর আগে দৈনিক বজ্রশক্তি তার প্রতিনিধিত্ব বাতিল করে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার কারণেই তাকে বাতিল করা হয়। ৬ বছর পরে এসে তার একটি অপরাধে মেয়াদ উত্তীর্ণ একটি কার্ডের কথা উল্লেখ করে সংবাদ প্রচার করাটা সুচিন্তিতভাবে দৈনিক বজ্রশক্তিকে ছোট করার প্রয়াস প্রকাশ পেয়েছে বলে আমরা মনে করি।

তার সাথে দৈনিক বজ্রশক্তির সম্পর্ক ছেদের পর সে অন্য পত্রিকায়ও কাজ করেছে সে কথাও তারখ এড়িয়ে গেছেন। এবং একই ভুল পরপর দুই বার করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহের উদ্রেক ঘটায়। 
তাছাড়া আংশিক সত্য মিথ্যারই পরিচায়ক। এ ধরনের মনবৃত্তি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

-সম্পাদক, দৈনিক বজ্রশক্তি