Date: April 28, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনল ভারত

August 04, 2023 03:59:34 PM   ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারের সঙ্গে জরিমানাও গুনল ভারত

খেলারপত্র ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। ১৫০ রানের লক্ষ্যে খেলতে থাকা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি ৪ রানে হেরেছে। এরপর তাদের হতাশা দ্বিগুণ করেছে আইসিসির দেওয়া স্লো ওভার রেটের শাস্তি। অবশ্য কেবল ভারতই নয়, একই নিয়মে ক্যারিবীয়দেরও জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ে ম্যাচ শেষ করতে না পারায় ভারতকে ৫ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজকে গুনতে হবে ১০ শতাংশ জরিমানা।
আইসিসি বলছে, ‘সর্বনিম্ন ওভার রেটের চেয়ে এক ওভার কম করায় ভারতকে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভার রেটের চেয়ে দুই ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে ম্যাচ ফি-র ১০ শতাংশ।’
দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েল ভুল স্বীকার করে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের শাস্তির কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। ফিল্ডিং করা দল যদি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তাহলে এই নিয়মে শাস্তি পাবে।
সেক্ষেত্রে শাস্তিস্বরূপ ইনিংসের বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্তও জরিমানা করার নিয়ম রয়েছে।