Date: May 15, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ‘যদি আমি সত্যিই মারা যাই’ কবিতার কবি ইসরায়েলি হামলায় নিহত

‘যদি আমি সত্যিই মারা যাই’ কবিতার কবি ইসরায়েলি হামলায় নিহত

December 10, 2023 01:53:54 PM   আন্তর্জাতিক ডেস্ক
‘যদি আমি সত্যিই মারা যাই’ কবিতার কবি ইসরায়েলি হামলায় নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারির নিহত হয়েছেন। শুক্রবার গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন তিনি।

রিফাত আলারির ফিলিস্তিনের একজন বিখ্যাত এবং তরুণ কবি ছিলেন। তিনি ছিলেন ফিলিস্তিনের নতুন প্রজন্মের সেই সব সাহিত্যিকদের অন্যতম নেতা, যারা তাদের সাহিত্য রচনার মাধ্যম এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আরবির পরিবর্তে ইংরেজিকে বেছে নিয়েছিলেন।

৭ দিনের যুদ্ধবিরতি শেষে গত ১ ডিসেম্বর গাজায় উপত্যকায় ফের ইসরায়েলি স্থল ও বিমান বাহিনীর অভিযান শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার লেখা কবিতা ‘যদি আমি সত্যিই মারা যাই’ (ইফ আই মাস্ট ডাই) রীতিমতো ভাইরাল হয়েছিল।

poem-20231210183644.jpg
রিফাত আলারিরের ভাইরাল হওয়া সেই কবিতা
 

আলারির মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে যুদ্ধ কবলিত গাজায় চরম ঝুঁকি নিয়ে সভার আয়োজন করেছিলেন তার বন্ধুরা। সেই সভায় উপস্থিত ছিলেন গাজার অপর কবি এবং রিফাত আলারির বন্ধু মোসাব আবু তোহা।

এক ফেসবুক পোস্টে আবু তোহা বলেন, ‘আলারির বলত, তার বাড়িতে যদি কখনও ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে আসে, তাহলে আশে পাশে আর কিছু না থাকলে কলম হাতে নিয়ে সে তাদের প্রতিরোধ করবে। কিন্তু সেই ভাগ্য আর তার হলো না। তার নিহত হওয়ার সংবাদে আমার হৃদয় ভেঙে গেছে।’