Date: October 31, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / রুশ ধাতব পণ্যের হিস্যা বেড়েছে এলএমইর গুদামে

রুশ ধাতব পণ্যের হিস্যা বেড়েছে এলএমইর গুদামে

February 12, 2023 09:46:52 PM   ডেস্ক রিপোর্ট
রুশ ধাতব পণ্যের হিস্যা বেড়েছে এলএমইর গুদামে

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) গুদামগুলোয় গত মাসে রাশিয়ান ধাতব পণ্যের হিস্যা বেড়েছে। এসব গুদামে মোট মজুদকৃত ধাতবের ৪২ শতাংশই ছিল রাশিয়ার। তবে এ সময় এলএমইতে মজুদ ঐতিহাসিক সর্বোচ্চের কিছুটা নিচে নেমেছে। খবর মাইনিং ডটকম। এলএমই গত বছর রাশিয়ান ধাতব পণ্যের লেনদেন ও এটির গুদামগুলোয় মজুদের ওপর নিষেধাজ্ঞা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ বাজারের একটি বড় অংশ চলতি বছর দেশটি থেকে ধাতব পণ্য কেনার পরিকল্পনা করছে। মাসভিত্তিক নতুন এক প্রতিবেদনে এলএমই জানায়, মোট মজুদকৃত অ্যালুমিনিয়ামের মধ্যে রাশিয়ার হিস্যা ৪১ শতাংশ, তামার হিস্যা ৯৪ শতাংশ ও নিকেলের হিস্যা ১৬ শতাংশ। এলএমই জানায়, আগামী মাসগুলোয় বিশ্বজুড়ে রাশিয়ান ধাতব পণ্যের ব্যবহার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গুদামগুলো থেকে এসব ধাতুর বহিঃপ্রবাহও থাকবে শক্তিশালী। গত বছরের অক্টোবরের তুলনায় রাশিয়ায় তৈরি এসব ধাতব পণ্যের মজুদ বেড়েছে। তবে এখনো অনেক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কারণে দেশটি থেকে ধাতব পণ্য কিনছে না।