Date: April 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / শিরোপার জন্য কার পথ কঠিন? লিভারপুল, ম্যানসিটি নাকি আর্সেনাল

শিরোপার জন্য কার পথ কঠিন? লিভারপুল, ম্যানসিটি নাকি আর্সেনাল

March 05, 2024 10:41:30 AM   ক্রীড়া প্রতিবেদক
শিরোপার জন্য কার পথ কঠিন? লিভারপুল, ম্যানসিটি নাকি আর্সেনাল

ক্রীড়া প্রতিবেদক:

ক্রমেই জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। শীর্ষে থাকা তিন দলের মাঝে পয়েন্টের ব্যবধান মোটে দুই। তিন দলই আছে অবিশ্বাস্য ফর্মে। হারের মুখে থাকা অবস্থাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার লিভারপুল জয় পেয়েছিল ডারউইন নুনিয়েজের শেষ সময়ের অবিশ্বাস্য গোলে। আর্সেনাল অবশ্য এত কষ্টে জেতেনি। ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে।

তিন দলই লিগে শেষ করেছে ২৭টি ম্যাচ। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৩। দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬২। আর তিনে থাকা আর্সেনালের সংগ্রহ ৬১ পয়েন্ট। লিগে প্রত্যেকেরই বাকি আছে ১১টি ম্যাচ। এদের লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি আগামী রোববারই একে অন্যের মুখোমুখি হবে। বিগত কয়েক মৌসুমে শিরোপার লড়াই সীমাবদ্ধ ছিল এই দুই দলের মধ্যে। রোববারের ম্যাচকে তাই লিগের ভাগ্যনির্ধারণী ম্যাচ বললে অত্যুক্তি হয় না।

ম্যানচেস্টার সিটির জন্য পরের দুই ম্যাচই কঠিন। লিভারপুলের পরেই আছে আর্সেনালের বিপক্ষে ম্যাচ। ইপিএলে এই দুই ম্যাচের ওপরেই নির্ভর করবে অনেককিছু। তবে ১১ ম্যাচডে হিসেবে আর্সেনালের সামনে কঠিন প্রতিপক্ষ বেশি। বিগ সিক্সের চারটি দলের মোকাবেলা করতে হবে তাদের। আর লিভারপুলের চিন্তা ইনজুরি নিয়ে।

এদের মধ্যে তিন দলই খেলবে প্রিমিয়ার লিগের বড় দল টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এই ম্যাচগুলোই ভাগ্য গড়ে দিতে পারে। সেরা তিনের জন্য আরও অপেক্ষা করছে ওয়েস্ট হ্যাম, ব্রাইটন এবং অ্যাস্টন ভিলার মত চমক জাগানো
দলগুলো একনজরে শিরোপার পথে লিভারপুল, ম্যানসিটি এবং আর্সেনালের বাকি ম্যাচগুলো

লিভারপুলের ১১ প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির ১১ প্রতিপক্ষ আর্সেনালের ১১ প্রতিপক্ষ
ম্যানচেস্টার সিটি (হোম) লিভারপুল (অ্যাওয়ে)  ব্রেন্টফোর্ড (হোম)
এভারটন (অ্যাওয়ে) ব্রাইটন (অ্যাওয়ে)  চেলসি (হোম) 
ব্রাইটন (হোম) আর্সেনাল (হোম)  ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে)
শেফিল্ড ইউনাইটেড (হোম)  অ্যাস্টন ভিলা (হোম) লুটন টাউন (হোম)
ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে) ক্রিস্টাল প্যালেস (অ্যাওয়ে) ব্রাইটন (অ্যাওয়ে) 
ক্রিস্টাল প্যালেস (হোম)  লুটন টাউন (হোম) অ্যাস্টন ভিলা (হোম) 
ফুলহ্যাম (অ্যাওয়ে)  টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে)  ওলভারহ্যাম্পটন (অ্যাওয়ে) 
ওয়েস্টহ্যাম (অ্যাওয়ে)  নটিংহ্যাম ফরেস্ট (অ্যাওয়ে)  টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে) 
টটেনহ্যাম হটস্পার (হোম) ওলভারহ্যাম্পটন (হোম)  বোর্নমাউথ (হোম)
অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)  ফুলহ্যাম (অ্যাওয়ে)  ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে) 
ওলভারহ্যাম্পটন (হোম)  ওয়েস্ট হ্যাম (হোম) এভারটন (অ্যাওয়ে)