Date: April 29, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাইফ নিজেকে তিন ফরম্যাটের ক্রিকেটার ভাবেন

সাইফ নিজেকে তিন ফরম্যাটের ক্রিকেটার ভাবেন

August 21, 2023 11:59:11 AM   ক্রীড়া ডেস্ক
সাইফ নিজেকে তিন ফরম্যাটের ক্রিকেটার ভাবেন

ক্রীড়া ডেস্ক:

ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণী ও লিস্ট 'এ' দুই ফরম্যাটেই ব্যাটিং গড় বিবেচনায় সাইফ হাসানকে অধারবাহিক বোলার সুযোগ নেই। তবে এখনও পর্যন্ত জাতীয় দলে যে কয়বার ডাক পেয়েছেন তার মধ্যে বেশিরভাগ সময়েই তাকে শুধুমাত্র সাদা পোশাকের জন্য বিবেচনা করা হয়েছে। তবে সাইফ মনে করেন, শুধু টেস্ট নয়, তিন সংস্করণের ক্রিকেটের জন্যই প্রস্তুত তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাইফ। আসন্ন এশিয়ান গেমসেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে শোনা যাচ্ছে। এদিকে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮-৯ জন ক্রিকেটার নিয়ে আলাদা অনুশীলন করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই তালিকায়ও আছেন সাইফ।

সোমবার (২১ আগস্ট) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই তরুণ ব্যাটার। নিজের ব্যাটিং ভূমিকা নিয়ে জানান, 'আমি কখনও আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করিনি। আমি সবসময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই চিন্তা করেছি। তো এটা জানি না, কখন কী (টিম থেকে প্রথম টেস্ট, পরে সাদা বল হিসেবে বিবেচনা) হয়েছে। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যখনই সুযোগ পাই উন্নতির চেষ্টা করি।'

মিরপুরে বাড়তি ক্রিকেটারদের যে অনুশীলন তার আসলে মানেটা কী? লক্ষ্য, উদ্দেশ্যইবা কী? এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, 'আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।'