Date: May 02, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে রাজি নয় হামাস

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে রাজি নয় হামাস

December 20, 2023 04:51:15 PM   আন্তর্জাতিক ডেস্ক
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে রাজি নয় হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল প্রস্তাব দিয়েছে— হামাস যদি ৪০ জিম্মিকে মুক্তি দেয় তাহলে সাতদিনের যুদ্ধবিরতিতে রাজি হবে তারা।

তবে হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বুধবার (২০ ডিসেম্বর) জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতে রাজি হবেন না তারা। তার ভাষ্য, ইসরায়েলিরা জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার পর গাজায় আবারও গণহত্যা শুরু করবে। যেমনটা তারা প্রথম যুদ্ধবিরতির পর করেছিল।

তিনি জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।‘
ইসরায়েলি সকল জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া
তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না।’

‘ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তারা নতুন করে আমাদের মানুষদের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে- আমরা এই খেলা খেলব না’, যোগ করেন গাজী হামাদ।

হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তারা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তারা।