Date: May 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

September 13, 2023 10:21:37 AM   ডেস্ক রিপোর্ট
সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর চোখ বেঁধে মারধরের পর ছিনতাইকারীরা তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।

আজ(১৩ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

এর আগে মঙ্গলবার দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকায় একটি শাখা সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান। তিনি আইচা নোয়াদ্দা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল জমি রেজিস্ট্রি করার জন্য দুপুরে আমার বড় ভাই নবীনগর সোনালী ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। পরে বাসযোগে সাভার স্ট্যান্ডে নামেন এবং অটোরিকশা করে তিনজনে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে অটোরিকশাটির গতিরোধ করে। প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমার ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন। আতঙ্কে আমার ভাই নামতেই তাকে ধরে জোরপূর্বক প্রাইভেটকারের ভেতর উঠিয়ে নেয় তারা। এরপর তার চোখ বেঁধে ব্যাংক থেকে উত্তোলন করা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রাইভেটকারে থাকা আরও চারজন মিলে আমার ভাইকে মারধর করে হাত-পা ভেঙে ফেলতে বলে। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায় তারা।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। গতকাল রাতে সাভার মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।