Date: May 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যাত্রা শুরু করলো সং জোন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যাত্রা শুরু করলো সং জোন

December 19, 2023 11:23:53 AM   বিনোদন প্রতিবেদক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যাত্রা শুরু করলো সং জোন

বিনোদন প্রতিবেদক:


‘ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি’- এই মূলমন্ত্র নিয়ে একটি ম্যাশআপ কন্টেন্টের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্টুডিও সং জোন। উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন- সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানী ফকফকা ও জাহিন রশীদ।


ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‍্যাপ, কান্ট্রি– সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে পিওর ইউনিটি। যেমন- ৭১ সালের বিজয় ছিনিয়ে আনার জন্য গানও ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটি পিওর ইউনিটি। ফলে দেশ পেয়েছিল বিজয়।

গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে স্টুডিও সং জোনের উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ এবং ক্রিয়েটিভ প্রোডিওসার অনুপ আইচ।

মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ এবং কো-অর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ। নতুন এ স্টুডিওতে অত্যাধুনিক সরঞ্জামের সাথে কোয়ালিটিফুল ইন্সট্রুমেন্ট ও বড় একটা টিম কাজ করে যাচ্ছে।

চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় সং জোনের পথচলা শুরু। বাংলা গানের জগতে নতুন এক ঢেউয়ের সঙ্গে সং জোন এগিয়ে যেতে চায় বহুদূর।